দুর্যোগেও বসে নেই ঘরে

Estimated read time 1 min read
Ad1

চারিদিকে যেভাবে বৃষ্টির পানিতে ভরপুর, তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। সে সময়ে ঘর থেকে বের হয়ে চলে যান জনগণের সেবায়। তিনি আর কেউ নন। চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ- সভাপতি গোফরান রানা।

সকাল সন্ধ্যা পর্যন্ত কোনো না কোনো এলাকার কাজে তিনি ব্যস্ত। রাস্তাঘাট পরিষ্কার, আশপাশের মানুষের বাড়ি ঘরে নিরাপত্তা ব্যবস্থা। তরুন প্রজন্মকে নতুন সমাজ গড়ার লক্ষ্য উৎসাহিত করা, শিক্ষার মান উন্নত করা। এসব কাজ তার নিত্যাদিনের সাথী। এসব কাজ করে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অল্প সময়ে। তারই ধারাবাহিকতায় পাল্টে যাচ্ছে পৌর ওয়ার্ড।

তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী হিসেবে কাজ করেন।

ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোন অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়।কাজ করছেন নৌকার জন্য। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। বয়সে তরুন হলেও তিনি মনোবল হারাননি। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।

এলাকার সাধারণ মানুষের মতে, আমরা নেতা বা কাউন্সিলর বুঝিনা। গোফরান রানা ভাই একজন ভাল মানুষ। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি কাউন্সিলর পদে থাকলে আমাদের তথা এলাকার উপকার হবে। আমাদের দুঃখ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়।ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং উদীয়মান নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours