চট্টগ্রামের চন্দনাইশ সাতকানিয়া ( আংশিক ) এলাকায় বিভিন্নস্থানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ ৫ লক্ষ টাকা বিতরন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর ট্রাস্টি চেয়ারম্যান, রিহ্যাব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম রিজিওয়ান চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী। সর্বকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ভাসছে চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা ও পাশ্ববর্তী সাতকানিয়া এলাকার মানুষ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন এসব ইউনিয়ন ও পৌরসভার সহস্রাধিক মানুষ। নেই খাবার, পানের উপযোগী পানি। এমন অবস্থায় চন্দনাইশ – সাতকানিয়া আংশিক এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজস্ব অর্থায়নে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন মানবিক এই নেতা।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী বাড়ি বাড়ি ও আশ্রয় কেন্দ্রে গিয়ে এসব শুকনো খাবার ও নগদ অর্থ নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী দুলাল, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, রেজাউল করিম চৌধুরী দুলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা জাহেদুল ইসলাম (জাহি), যুবলীগ নেতা নুরুল ইসলাম রানা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সুজন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে মাসুদ চৌধুরী, এম জাহেদ চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ, বরমা কলেজ ছাত্রলীগ সভাপতি আহাদুজ্জামান শাওন, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজিব, ছাত্রলীগ নেতা নুরুল আবছার ফারাবী, রিয়াজ,আরফাত, ইরফান,জাফর সাদেক, মীর সাদ,মিজান,হিরু,এবি নোমান,তাহমিদ,জিহাদ প্রমুখ।
+ There are no comments
Add yours