পটিয়ায় বন্যার্তদের মাঝে শুখনো খাবার বিতরণ করলেন পৌর মেয়র

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রামের পটিয়াসহ বিভিন্ন অঞ্চলে নিম্নচাপ অতি ভারী বর্ষণের প্রভাবে দেশব্যাপী বয়ে চলা বৃষ্টিতে চট্টগ্রামের পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পানি বন্দি মানুষের মাঝে ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে পৌরসভা প্রশাসন ।

বুধবার (৯ই আগষ্ট ) দুপুরে পানি বন্দি এলাকায় গিয়ে এসব শুকনো খাবার বিতরণ করেন মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল । এসব প্যাকেটে ছিল শুকনো রুটি,চিড়া-মুড়ি ও চাল।

এ-সময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর শফিউল আলম, গিয়াসউদ্দিন আজাদ, জসিম উদ্দিন, ইয়াসমিন আকতার,পৌর সচিব নেজামুল হক,সহকারী প্রকৌশলী মুহাম্মদ শাহজাহান,আওয়ামীলীগ নেতা শহীদুজ্জমান প্রমূখ।

পৌর মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল জানান,গত কয়েকদিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পানি পৌরসভার নিম্ন এলাকায় প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আজ দুপুরে ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য,গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৌরসভার নিচু এলাকার প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours