সাতকানিয়ায় বন্যার্তদের পাশে প্রাইমারী চিকিৎসক সোসাইটি

Estimated read time 1 min read
Ad1

সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে বন্যার্তদের পাশে প্রাইমারী চিকিৎসক সোসাইটির উদ্যোগে কালিয়াইশ শাহ্ জব্বারিয় রাহঃ ইবতেদায়ী নূরানী মাদ্রাসা হলে ত্রান সামগ্রী বিতরণ ও ফ্রী হেলথ চেক-আপ প্রোগ্রাম আজ সকাল ১০-০১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার ও প্রায় ২৫০ জন কে ফ্রী হেলথ চেক-আপ ও মেডিসিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারী চিকিৎসক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত আজীবন সদস্য ও নির্বাচন কমিশনার জনাব মাহবুবুল আলম।

এতে সভাপতিত্ব করেন কালিয়াইশ শাহ্ জব্বারিয় রাহঃ ইবতেদায়ী নূরানী মাদ্রাসার পরিচালনা পর্ষদ সদস্য হাজি আবুল বশার জিহাদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক জনাব ফরিদ উদ্দিন সভাপতি শহীদ বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার আবদুল কাদের স্মৃতি সংসদ, এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চিকিৎসক জনাব নজরুল ইসলাম প্রতিষ্ঠাতা সহ-সভপতি পিডিএস,চিকিৎসক আলহাজ্ব বদিউল আলম সাধারণ সম্পাদক পিডিএস, চিকিৎসক জনাব মুহাম্মদ জসিম উদ্দিন সহ-সভাপতি পিডিএস,চিকিৎসক মীম আয়াত উল্লাহ পরিচালক এ আর কসমেটিকস খতনা সেন্টার চকবাজার চট্টগ্রাম, মাওলানা আবুল হোসেন কালিয়াইশী শিক্ষক চরখাগরিয়া রসুলপুর দাখিল মাদ্রাসা, জনাব মোজাম্মেল হক সাধারণ সম্পাদক বুড়ী পুকুর জামে মসজিদ পরিচালনা কমিটি, জনাব আব্বাস উদ্দিন মুন্না সদস্য গাসিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদ, চকবাজার চট্টগ্রাম, পশু ডাক্তার মাসুদুল আলম সাতকানিয়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্ত,শিক্ষক হাফেজ জাহিদুর ইসলাম, জসিম উদ্দিন, ছাত্রনেতা এম আই রাফি,জনাব শামসুল ইসলাম আজাদ মোহাম্মদ ইউনুস প্রমূখ।

শঙ্খ নদীর কুল ভেঙে ও পাহাড়ি ঢলে ও দোহাজারী টু কক্সবাজার রেললাইন পানি আটকা পড়ে সৃষ্ট বন্যায় দক্ষিণ চট্টগ্রাম , বান্দরবান, কক্সবাজারসহ প্রায় পাঁচদিন পানিবন্দী ছিল লাখ লাখ মানুষ। নষ্ট হয়েছে ফসলি মাট,কৃষি খামার,মাছের প্রজেক্ট, মাটির ঘর, ভেসে গেছে গবাদি পশু, প্রাণ হারিয়েছে প্রায় ৫০মানুষ।

বন্যাে পর দেখা দিয়েছে নানাবিধ রোগ, বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে হাজার হাজার বন্যার্ত মানুষ, সংকট দেখা দিয়েছে সুপেয় পানির, রাস্তা ঘাট মাঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি অফিস, ব্যবসায় প্রতিষ্টানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সাতকানিয়া উপজেলার কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া,কেঁওচিয়া,পুরানগর,আমিলাইশ,নলুয়া, উপজেলা সদর বেশ ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের সব কিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

অনুষ্ঠানে প্রাইমারী চিকিৎসক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম তার বক্তব্যে বলেন প্রাকৃতিক দূর্যোগ একটি স্বার্বজনীন সমস্যা এতে থেকে কেটে উঠতে সবার একান্ত সহযোগিতা দরকার।প্রাইমারী চিকিৎসক সোসাইটি একটি জন কল্যাণ মূলক সংগঠন প্রতিষ্ঠা লগ্ন হতে আত্নমানবতার সেবা করে যাচ্ছে এ সংগঠন।

সবার আগে স্বাস্থ্য সেবা পৌঁছে দেব আমরা এ স্লোগান কে ধারণ করে দেশের প্রতিটি জায়গায় এই সংগঠন এর প্রতিটি চিকিৎসক আন্তরিক ভাবে সেবা ও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের পাশে আসছি।তিনি বন্যার্তদেরকে সার্বিক সহায়তা প্রদান করার জন্য সরকারি বেসরকারি ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে আহবান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাইমারী চিকিৎসক সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম ৭১ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কবি ও চিকিৎসক জনাব এম আর কে রুবেল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours