সিলেট নগর ও শহরতলির ২৯টি পরীক্ষা কেন্দ্রের আশপাশে সমাবেশ, মিছিলসহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কারণে এই নির্দেশনা দেওয়া হয়। ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।
সোমবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ জানান, ২০২৩ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) ও আলিম পরীক্ষা উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন ও ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সব কাজ নিষিদ্ধ ঘোষণা করা হলো। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।
মহানগর পুলিশের আওতাধীন কেন্দ্রগুলো হচ্ছে- সিলেট সরকারি আলিয়া মাদরাসা, সিলেট সরকারি মদন মোহন কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদরাসা, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়, আম্বরখানা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, দক্ষিণ সুরমার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, দক্ষিণ সুরমার শাহপরাণ সরকারি কলেজ, দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ, দক্ষিণ সুমরার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, রেবতী রমন উচ্চবিদ্যালয়, ইছরাব আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোগলাবাজার থানার জালালপুর ডিগ্রি কলেজ, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চবিদ্যালয়, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা, জালালপুর উচ্চ বিদ্যালয়, টিলাগড় এলাকার সিলেট সরকারি কলেজ, এমসি কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
+ There are no comments
Add yours