বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলী শেষে মুরাদপুরস্থ সংস্থার কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও দেশের বিশিষ্ট চিকিৎসাবিদ ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও সংস্থার সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. সৈকত রায়; বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব জনাব মুজিবুল হক শুক্কুর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কোতোয়ালি থানার আহবান জনাব জাকি হোসাইন ও বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সভাপতি মো: হায়দার হোসেন বাদল।
সভাপতির বক্তব্যে ডাঃ শেখ শফিউল আজম বঙ্গবন্ধুর জীবদ্দশায় নানামুখী পদক্ষেপের নানান স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর আস্থা-বিশ্বাসের কেন্দ্র ছিল চট্টগ্রাম। সেই চট্টগ্রামেরই রাঙ্গুনিয়ায় মাহবুব আলম চাষীর ফার্ম হাউজে সর্বপ্রথম আমেরিকান এজেন্টের প্ররোচনায় তাঁকে সপরিবারে হত্যার নীলনকশা রচিত হয়; আজও সেই চাষী ফার্ম অক্ষত! এটি চট্টগ্রামবাসী হিসেবে আমাদের জন্য গ্লানিকর! এছাড়াও বর্তমানে স্বাধীনতার স্বপক্ষের দলগুলোতে সেই ষড়যন্ত্রবাদী দেশদ্রোহী খন্দকার মোস্তাকের উত্তরসূরীরা গা ঢাকা দিয়ে আছে; এই ব্যাপারে তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহবান জানান তিনি।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব মুজিবুল হক শুক্কুর, র্যাডিকেল ইন্টার্ন্যাশনালের সভাপতি এস এম ইকরাম হোসাইন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কোতোয়ালী থানা শাখার আহ্বায়ক মোঃ জাকি হোসেন, চট্টগ্রাম মহানগর শাখার সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রাকিব, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাশেদুল হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা এম আই রাফি, তানবিন উদ্দিন তাহিন সহ প্রমুখ।
+ There are no comments
Add yours