আবদুল্লাহ আল রিয়াদ(প্রতিনিধি) বাঁশখালী:- চট্টগ্রামের বাঁশখালীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিন দিন মৃত্যুর সাথে পান্জা লড়ে হেরে গেলেন মোহাম্মদ তাকিব(১৯)।বুধবার সকাল নয়’টার সময় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তাকিব ৫নং কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুগির পাড়ার বাসিন্দা আবু তাহেরের সন্তান। উল্লেখ্য, গত ১৩ ই আগষ্ট সোমবার দুপুর একটার সময় কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সির হাটের দক্ষিণ পাশে পি,এ,বি সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এতে ঘটনাস্থলেই সবর জিয়া(২৮)নামে একজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আবদুশুক্কুর (২৯) ও মো:- তাকিব(১৯) নামে দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে সেদিনই চিকিৎসারত অবস্থায় আবদুশুক্কুরের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় চিকিৎসা রত তাকিবও আজ চলে গেলেন না ফেরার দেশে।
রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ সোলায়মান জানান; সকাল নয়টার দিকে তাকিবের মৃত্যুর খবরটি ওনারা পেয়েছেন, পরে নিহত তাকিবের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য লিখিত আবেদন করলে আবেদন গ্রহণ করে পরিবারকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার অনুমতি প্রদান করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জিসান জানান; নিহত তাকিব তার ওয়ার্ডের বাসিন্দা এবং দরিদ্র পরিবারের সন্তান। একই সড়ক দুর্ঘটনায় তার ওয়ার্ডের তিন তরুণের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকা জুড়েই নির্মম শোকের ছায়া বয়ে যাচ্ছে বলেও জানান তিনি। বুধবার রাত ৯ ‘টায় গুনাগরি আহমদিয়া ডলমপীর মাদ্রাসার মাঠে জানাযা শেষে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
+ There are no comments
Add yours