পার্বত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার সংঘবদ্ধ দুর্ধর্ষ অপহরণ চক্রের মূলহোতা শহীদুল ইসলাম ইমন (৪৮) ও তার অন্যতম সহযোগী সোহরাবকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল (১৯ আগস্ট) রাত পৌনে ১টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলা সূত্রে জানা যায়, শহীদুল পার্বত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার সংঘবদ্ধ দুর্ধর্ষ অপহরণ চক্রের মূলহোতা।
সে মূলত তার সহযোগীদের নিয়ে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সহজ-সরল মানুষদের টার্গেট করে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলত। সেই ধারাবাহিকতায় কয়েকজনকে পার্বত্য এলাকার পাহাড়ি জনপদ ঘুরে দেখানোর প্রলোভন দেখিয়ে তাদের খাগড়াছড়িতে নিয়ে যায় শহীদুল।
সবশেষ গত ১২ আগস্ট নারায়ণগঞ্জের এক বাসিন্দাকে একই কায়দায় অপহরণ করে তার পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে শহীদুল ও তার সহযোগীরা। পরে গত ১৬ আগস্ট খাগড়াছড়ির মানিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
+ There are no comments
Add yours