ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগির ১০টি চাকা লাইনচ্যুত হয়েছে।
আজ (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এসএম নাজমুল হক খান ঢাকা পোস্টকে বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়।
ত্রিশালের ফাতেমানগর স্টেশন ছেড়ে ঢাকার দিকে যাওয়ার পথে কিছুদূর এগুতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জংশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।
ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন নিয়ে রওনা হয়েছি।
+ There are no comments
Add yours