বরিশালে গত এক সপ্তাহের ব্যবধানে অতীতের সকল রেকর্ড ভেঙেছে ডাবের দাম। আকার ভেদে প্রতিপিস ডাব এখন ১৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। সরেজমিনে ডাবের দামে এমন চিত্রই দেখা গেল বরিশাল নগরীর বিভিন্ন এলাকায়।
ক্রেতারা বলছেন, ডেঙ্গুর প্রকোপকে পুঁজি করে ডাব সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে নগরী ও আশপাশের এলাকায়। বিশেষ করে হাসপাতাল ও ক্লিনিক সংশ্লিষ্ট এলাকায় এই দামে আরও বেপরোয়া।
নগরী ঘুরে ডাব বিক্রেতাদের এমন স্বেচ্ছাচারিতার প্রমাণও পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, ডাবের দাম অস্বাভাবিকভাবে আদায় করা হচ্ছে এমন খবরে ইতোমধ্যে আমরা নজরদারি শুরু করেছি।
যেহেতু ডাবের কোনো নির্ধারিত বাজার নেই। এজন্য বিভিন্ন স্পটের ভ্রাম্যমাণ বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা কেউই ক্রয় রসিদ দেখাতে পারেনি। প্রথম দিন বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপর না শুনলে ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours