মরহুম বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর কন্যা মাজেদা বেগম পিংকী ৩ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের এক কন্যা সন্তানকে রাস্তায় কুড়িয়ে পেয়ে দীর্ঘদিন ধরে নিজের মেয়ে কন্যার মত লালন পালন করে দীর্ঘ ১২ বছর বয়স পযন্ত এরি সুত্র ধরে ১৭ আগস্ট ২০২৩ এফিডেভিটের মাধ্যমে নিজ কন্যার অধিকার দিলেন।
মাজেদা বেগম পিংকী (৪১), জাতীয় পরিচয়পত্র নং-১৯৩৮৩৫৬৪৩১, গ্রাম-খোর্দ্দ তামপাট, থানা-তাজহাট মেট্রোপলিটন, রংপুর সিটি কর্পোরেশন, ৩২ নং ওয়ার্ড মহানগর রংপুর, পেশা-গৃহিণী, ধর্ম-ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী।
তিনি তার এফিডেভিটে অঙ্গীকার করেছেন-মোছা: শ্রাবনী আকতারকে ৩ বছর বয়সে রাস্তায় কান্না করা দেখে আসপাশে কাউকে দেখতে না পেয়ে তাকে বাসায় নিয়ে আসে তার পর ওনেক খুজা খুজি করে তার আপন কাউকে না পেয়ে নিজ বাড়ি নিয়ে এসে আপন জনের কোন খোঁজ না পেয়ে নিজ সন্তানের ন্যায় লালন পালন করে আসছিল বর্তমানে কন্যা সন্তানটির বয়স ১২ বছর চলোমান পালিত মা মাজেদা বেগমের কোন ছেলে সন্তান নেই, কিন্তু তার ওরসে দুটি কন্যা সন্তান, আছে বড় মেয়ে বিয়ে দিয়েছেন, তার কাছে ছোট মেয়ে ও পালিত মেয়ে শ্রাবনী থাকে। তিনি পালিত মেয়েটিকে নিজ কন্যা হিসেবে মেনে নিয়ে তৃতীয় কন্যার স্থলে অভিসিক্ত করে এফিডেভিটের মাধ্যমে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন।
মেয়েটি সাবালিকা না হওয়া পর্যন্ত তার লেখাপড়া, লালন পালনসহ সার্বিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মেয়েকে নিজ কন্যার মতো পাত্রস্থ করবেন এবং তার স্থাবর, অস্থাবর সম্পত্তির হিস্যা তিনভাগে ভাগ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নোটারী পাবলিক কার্যালয়, রংপুরের মাধ্যমে এফিডেভিট সম্পাদন করেন।
এ ব্যাপারে জনপ্রতিনিধি, তাজহাট থানা প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেয়েটির ভবিষ্যৎ ও নিরাপত্তার জন্য মাজেদা বেগম পিংকী’র তত্ত্বাবধানে রাখার জোর সুপারিশ করেন।
+ There are no comments
Add yours