
বৈধ কাগজপত্র না থাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নয়টি বাল্কহেড জব্দসহ নয়জনকে আটক করেছে নৌ-পুলিশ।
গতকাল (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন।
জব্দ হওয়া বাল্কহেডগুলো হলো- নিউ শাহজালাল, আল হাদিত, এমবি ওসমত আলী. এমবি সাইফুল ইসলাম, এমবি সোনারতরী, এমবি বন্দিশাহ-২, এমবি বন্দি থেকে বিশাল সমিতি-১, এমবি আবুল উলাইয়া, এমবি কাবার পথে-২।
আটক শ্রমিকরা হলেন- মো. মনির হোসেন, মোবারক মিয়া, নিজাম উদ্দিন, ফরিদ উদ্দিন, সোহেল, বাছির, রিয়াজ উদ্দিন, সেলিম মিয়া, আমরু মিয়া।
চাঁদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় বাল্কহেড পরিচালনার দায়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী এলাকা থেকে নয়টি ব্লাকহেড জব্দসহ নয় জন শ্রমিককে আটক হয়েছে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours