মোঃ সোহেল: জেলায় কমছেই না ডেঙ্গুর ভয়াবহতা। বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া সোমবার (২১ আগষ্ট) সকালে জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৪৮ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ৩১৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন রোগী। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ১৮০ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৩৫ জন রোগী। মোট মারা গেছেন ৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় ৭ জন, মির্জাপুর উপজেলায় ১১ জন, মধুপুর উপজেলা ৪ জন, গোপালপুর উপজেলায় ২ জন এবং ধনবাড়ী উপজেলায় ৫ জন রয়েছেন।
+ There are no comments
Add yours