স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বাচিপ চট্টগ্রাম জেলা সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ও স্বাচিপ চট্টগ্রাম মেডিকেল শাখার সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাচিপ চট্টগ্রাম কেন্দ্রীয় সহ-সভাপতি ও মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ রিদোয়ান রায়হান, ডাঃ সাকিব, চট্টগ্রাম বিএমএর ট্রেজারার ডা. আরিফুল আমিন, প্রাইমারি চিকিৎসক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মাহবুব আলম, র্যাডিকেল ইন্টার্ন্যাশনালের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম ইকরাম হোসাইনসহ চট্টগ্রাম স্বাচিপ ও বিএমএর বিভিন্ন স্তরের চিকিৎসক নেতৃবৃন্দ।
আলোচনা শেষে পঁচাত্তরে ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকান্ডে বঙ্গবন্ধুর পরিবারের শহীদগণের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত ও মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিতিদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।
+ There are no comments
Add yours