চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ আগস্ট) স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা করে চিকিৎসক নেতৃবৃন্দ।
স্বাচিপ চট্টগ্রাম জেলা সভাপতি ডা. শেখ শফিউল আজমের নেতৃত্বে উক্ত প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ও স্বাচিপ চট্টগ্রাম মেডিকেল শাখার সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, ও স্বাচিপ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ শরীফ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ রিদোয়ান রায়হান, ডাঃ সৈকত রায়, ডাঃ রঞ্জিত দে, ডাঃ জাহিদ, ডাঃ জাহেদ, ডাঃ নারায়ণ, ডাঃ সাকিব, চট্টগ্রাম বিএমএর ট্রেজারার ডা. আরিফুল আমিন, প্রাইমারি চিকিৎসক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মাহবুব আলম, র্যাডিকেল ইন্টার্ন্যাশনালের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম ইকরাম হোসাইনসহ চট্টগ্রাম স্বাচিপ ও বিএমএর বিভিন্ন স্তরের চিকিৎসক নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে বড় হাতিয়ার এখন সচেতনতা। রোগীরা এখন সচেতন। ডেঙ্গু রোগীরা এখন বুঝতে পারে তাদের সুস্থ করতে এন্টিবায়োটিক দেওয়া গুরুতর অপরাধ। আপনারা সচেতন হবেন, একটি সুস্থ সমাজ গঠন করবেন।
+ There are no comments
Add yours