নিজ ভূমিতে শ্রীশ্রী জয়দেব ঠাকুরের জন্মতিথি উৎসব পালিত

Estimated read time 0 min read
Ad1

শ্রীশ্রী জয়দেব ঠাকুরের নিজ ভুমিতে জন্মতিথি (ঝুলন উৎসব) পালিত হয়েছে। আন্তর্জাতিক হরি ভাবনামৃত সংঘ ও আশ্রমে দিন ব্যাপী এই ধর্মীয় উৎসব উদযাপিত হয়।

গতকাল বিকেলে শ্রী জয়দেব ঠাকেরের আগমন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঠাকুরের নিজ বাসভবনে এসে এক ধর্মীয় আলোচনা সভায় মিলিত হন। সন্ধ্যায় সমবেত প্রার্থনা শেষে শ্রীশ্রী জয়দেব ঠাকুর শ্রীমদ ভগবতগীতা পাঠের মাধ্যমে ঠাকুরের জীবনি নিয়ে আলোচনা করেন।

এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মে: সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরবিন্দ পোদ্দার, ঝালকাঠি জেলার হরি ভাবনামৃত সংঘের সভাপতি রিপন হালদার, আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন চেয়ারম্যান মাহাবুবুল আলম ডাবলু, রতন কুমার মৃধাসহ পটুয়াখালি, বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, কাঠালিয়া, পিরোজপুর ও বাগেরহাটের হাজার হাজার ভক্তবৃন্দ শ্রীশ্রী জয়দেব ঠাকুরের জন্মতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ধর্মীয় অনুষ্ঠান শেষে মহা প্রসাদ বিতরণে মধ্যদিয়া শ্রীশ্রী জয়দেব ঠাকুরের জন্মতিথি ঝুলন উৎসবের শেষ হয়।

আমির হোসেন, ঝালকাঠি

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours