দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ে জড়িত থাকায় ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
গতকাল (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠি ওই ৬ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়া আরও ৩ শিক্ষার্থীকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২২ তম ব্যাচের ৬ শিক্ষার্থীরকে বহিষ্কার ও ৩ জনকে মৌখিক নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবাগত শিক্ষার্থীকে বিভিন্নভাবে ক্যাম্পাসে ও আবাসিক ছাত্রাবাসসংলগ্ন এলাকায় হয়রানি করে।
হয়রানির শিকার ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। এরপরে বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
+ There are no comments
Add yours