প্রধানমন্ত্রীর ইচ্ছে : আমি বিশ্বকাপ খেলি

Estimated read time 0 min read
Ad1

বেশি দিনের কথা নয়, ৩ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক শেষে নাজমুল হাসান পাপনের বাসার গ্যারেজে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। তবে বিশ্বকাপ খেলবেন জানালেও এশিয়া কাপে ইনজুরির কারণে তাকে যে পাওয়া যাবে না, তা নিশ্চিত করেন তামিম।

এ ঘটনার আগে তার অবসর নেওয়া… এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আবার ক্রিকেটে ফেরা এবং পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম নটআউট নোমানে খোলাখুলি কথা বলেছেন তামিম ইকবাল। জানিয়েছেন অধিনায়কত্ব ছাড়ার কারণ, ইনজুরি থেকে ফেরার লড়াই এবং অবশ্যই বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কথা…

অধিনায়কত্ব ছাড়া নিয়ে: দেখুন আমার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ডেফিনেটলি কিছু কারণ ছিল। আমার মনে হয় অধিনায়কত্ব পাওয়া থেকে ছাড়া পর্যন্ত আমি খুবই ভালো করেছি। আমার আসলে নিজের মুখে বলার কিছু নেই। রেজাল্ট নিজেই এর প্রমাণ।

ক্যাপ্টেন্সি ছাড়তে প্রধানমন্ত্রীর অনুমতি: হ্যাঁ। অবশ্যই বলেছি। তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছি। আমি তাকে ব্যাখ্যা দিয়ে আমি কী ভাবছি, কেন আমি এমন সিদ্ধান্ত নিচ্ছি… তার কথা একটাই ছিল… তিনি বলেছেন তার কাছে গুরুত্বপূর্ণ হলো আমি যেন দলের হয়ে খেলি… বিশ্বকাপে খেলি… বলেছেন, দেখো তামিম আমার জন্য গুরুত্বপূর্ণ হলো তুমি খেলো। ক্যাপ্টেন্সি নিয়ে তুমি তোমার সিদ্ধান্ত নাও। তবে আমি তোমার সঙ্গে আছি। এই মেসেজই আমি তার কাছ থেকে পেয়েছি। প্রধানমন্ত্রী কিছু বললে ওটা না বলা অসম্ভব।

প্রধানমন্ত্রীর অনুরোধ: তাকে কয়েকবারই বোঝানোর চেষ্টা করেছি, পারিনি। তাছাড়া দিনশেষে ওনার যে রিজিওনগুলো ছিল, সেগুলোর কোনোটাকেই না বলতে পারবেন না। আমি কেন, বাংলাদেশের কেউ না বলতে পারবেন না।

প্রধানমন্ত্রীর ইচ্ছে: ওই যে আমি বললাম, উনার মূল ইচ্ছা হলো আমি দলের হয়ে খেলি। সেটিই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ আমি ক্যাপ্টেন্সি নিয়ে আমার কথা বলেছি, যা কি না আমি মিডিয়ায় কোনো দিনই আমি বলতে পারব না। ঝামেলাগুলো মিটেছে কি না বলতে পারব না, তবে ঝামেলাগুলোর কথা আমি তাকে বলেছি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours