সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর- এম পি সংগ্রাম

Estimated read time 1 min read
Ad1

মোঃরিয়াজুর রাশিদ রুবেল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইন শৃংখলা কমিটির প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

সভায় উপজেলা চেয়ারম্যান ও আইন শৃংখলা কমিটির উপদেষ্টা ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) এটিএম আরিচুল হকসহ আইনশৃংখলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সরকারি খাস জমি অবৈদদখল-উচ্ছেদ,মাদক-জুয়া,চুরি-ডাকাতি,বাল্যবিবাহ,যৌতুক,নারী-নির্যাতন,ইভটিজিং ও ফেইক আইডি‘র বিষয়সহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান অতিথি বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন,বর্তমান সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours