অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে ডাঃ শেখ শফিউল আজমের শোক

Estimated read time 1 min read
Ad1

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অবিসংবাদিত বর্ষীয়ান রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলার সভাপতি ডাঃ শেখ শফিউল আজম।

মতিউর রহমান গত ২৮ আগস্ট (রবিবার) ২০২৩ইং তারিখ সোমবার রাত ১১ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার নেক্সাস কার্ডিয়াক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যাসহ, আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক শুভানুধ্যায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোক প্রকাশ করে ডাঃ শেখ শফিউল আজম বলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান তিন দশকের বেশি সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী এই নেতা মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে তিনি একুশে পদক লাভ করেন। তার মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হলো।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours