রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে ফেরার পথে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে জিআরপি থানা পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে নেতাকর্মীদের বিরুদ্ধে।
আজ (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় রাজবাড়ী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু, উপ-পরিদর্শক (এসআই) বিধান ও কনস্টেবল শারমিনা খাতুন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে ট্রেনে বাড়ি ফেরার জন্য রাজবাড়ী রেলওয়ে স্টেশনে যান নেতাকর্মীরা। সেখানে বিএনপির নেতাকর্মীরা হট্টগোল করলে ও বিনা টিকিটে ট্রেনে উঠতে চাইলে স্টেশন মাস্টার বাধা দেন।
পরে সেখানে জিআরপি থানার ওসি গিয়ে তাদের হট্টগোল করতে নিষেধ করলে বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওসিকে মারধর করেন। এ ঘটনায় এসআই বিধান ও কনস্টেবল শারমিনা খাতুন ওসিকে রক্ষা করতে গেলে তাদেরকেও মারধর করেন নেতাকর্মীরা। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
+ There are no comments
Add yours