
সাতক্ষীরায় ২০০২ সালের ৩০ আগস্টে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী আলাউদ্দীনকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব-৬ ।
গতকাল (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলাউদ্দীন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
রোববার সকাল সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় কর্মকাণ্ডে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় পৌঁছালে তাকে হত্যার উদ্দেশ্যে হাত বোমা ও আগ্নেয়াস্ত্রসহ গাড়িবহরে হামলা চালানো হয়। এ ঘটনায় ৩টি মামলা রুজু হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে সাতক্ষীরা কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে ।
+ There are no comments
Add yours