টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

Estimated read time 1 min read
Ad1

রাজবাড়ী সদর হাসপাতালে টনসিল অপারেশনে মোস্তাকিম ( ৮) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর ১ নং আমলি আদালতে শিশু মোস্তাকিমের মা কাকলী খাতুন বাদী হয়ে মামলাটি করেন। মামলার প্রেক্ষিতে ১ নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন মামলাটি তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- রাজবাড়ী সদর হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. তাপস চন্দ্র মন্ডল, অ্যানেসথেশিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ইকরামুল করিম উল্লাস ও রাজবাড়ী সদর হাসপাতাল সংলগ্ন ডিজিটাল ক্লিনিকের ম্যানেজার চরনারায়ণপুর এলাকার মো. আতাউর মন্ডল।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নান বলেন, টনসিলের সমস্যা নিয়ে ভর্তি হওয়া শিশুটিকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছিল। তবে শিশুটির মৃত্যুর খবর আমার জানা নেই। অপারেশনকালীন শিশুর ব্লাড সুগারের মাত্রা ৫০ এমএল ছিল বলে তিনি স্বীকার করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours