একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম ধাপের ফল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আন্তঃশিক্ষাবোর্ড।
আজ (৪ সেপ্টেম্বর) বুয়েট থেকে ফল প্রকাশের ট্রায়াল করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব ঠিক থাকলে মঙ্গলবার রাত ৮টার পর ফল প্রকাশ করা হবে।
বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপের ফল প্রকাশ হওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নিশ্চায়নের সুযোগ পাবেন। এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।
এদিকে পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে তারা নতুন করে ৩১ আগস্ট কলেজে ভর্তির আবেদন করেছেন। তাদের ফল একসঙ্গে মঙ্গলবার প্রকাশ করা হবে।
জানা গেছে, গত ২১ আগস্ট প্রথম ধাপের আবেদন শেষ হয়। প্রথম ধাপে আবেদন করেছেন ১২ লাখ ৮৬ হাজার ১৫৫ জন শিক্ষার্থী।
চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হচ্ছে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হচ্ছে না। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজে।
+ There are no comments
Add yours