অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শুল্ক আদায়কারী ও সিবিএ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই সংস্থাটির নারায়ণগঞ্জ অফিস থেকে মামলাটি দায়ের করা হবে বলে জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে। অনুমোদিত মামলায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয়ে নিয়োগ, বদলি বাণিজ্য এবং অবৈধভাবে প্রতিষ্ঠানটির সরকারী স্থাপনা লিজ নিয়ে ব্যক্তিগত ব্যবসার কাজে লাগানোসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ ছিল। এছাড়া তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও তিনি সরকারি ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন বলেও অভিযোগ ছিল।
+ There are no comments
Add yours