
কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিন জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এখন পর্যন্ত এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হলো।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (মঙ্গলবার) মারা যাওয়া ব্যক্তিরা হলেন— রহিম উল্লাহ (৩০), আরমান (২২) ও শাহিন (৩৫)।
এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) একই ঘটনায় দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গণি নামে একজনের মৃত্যু হয়। তার আগে শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকায় নেওয়ার পথে আয়ুব আলী নামে আরেক জেলের মৃত্যু হয়।
জানা গেছে, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ট্রলারটিতে মোট ১৮ জন জেলে ছিলেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours