কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টো (৫০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা মাতামুহুরী ব্রিজের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সেনা সদস্য চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সওদাগরপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ আহমেদ।
স্থানীয়রা চকরিয়া মাতামুহুরী নদীর ব্রিজের পাশে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা এখনো জানা যায়নি।
+ There are no comments
Add yours