
নিজের জন্মদিনে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য খাতের নীতি নির্ধারকদের কাছে বন্দর নগরী চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবার উন্নতি উপহার হিসেবে চেয়েছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সহ-সভাপতি ডাঃ শেখ শফিউল আজম।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ডাঃ শেখ শফিউল আজমের মুরাদপুস্থ বাসভবনের মিলনায়তনে তার জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভায় চট্টগ্রামের সম্প্রতি ডেঙ্গু পরিস্থিতির অবনতি ও চিকিৎসা খাতে নানা দূর্নীতির কথা তুলে ধরে এই দাবী জানান তিনি। এ সকল বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার মান উন্নয়ন, রোগীদের দূর্ভোগ কমাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং অবিলম্বে স্বাস্থ্য সেবার উন্নতি উপহার হিসেবে চেয়েছেন তিনি।
প্রাইমারী চিকিৎসক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ মাহবুবুল আলমের সার্বিক তত্ত্বাবধায়নে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা এম আই রাফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৮ নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, প্রাইমারী চিকিৎসক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী আবদুল হাকিম, খবর বাংলা ২৪ ডট নেট’র ব্যবস্থাপনা সম্পাদক ইঞ্জিঃ গোলাম সরোয়ার চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক শেখ শরফুদ্দিন সৌরভ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কোতোয়ালি থানার আহ্বায়ক জাকি হোসাইন, চট্টগ্রাম মহানগর শাখার সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক রাশেদুল হাসানসহ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি, প্রাইমারী চিকিৎসক সোসাইটি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, আলোর মিছিল চট্টগ্রাম, র্যাডিকেল ইন্টার্ন্যাশনালসহ ডাঃ শেখ শফিউল আজম সমর্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়য় ছিল শুধুমাত্র ১টি। ডাঃ শেখ শফিউল এবং বীর চট্টলার অবিসংবাদিত নেতা মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী নানা আন্দোলন সংগ্রামের মাধ্যমে চট্টগ্রাম দেশের ২য় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সফল হয়েছেন, যেখান থেকে প্রতিবছর শত শত স্বাস্থ্য কর্মী ও চিকিৎসক দেশের সেবায় নিয়োজিত হচ্ছে। শুধুমাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রামের গণমানুষের কাছে স্বাস্থ্য খাতে সবচেয়ে পরিচিত একটি নাম ডাঃ শেখ শফিউল আজম। তিনি এমন একজন ব্যক্তি যিনি সর্বদা গণমানুষ ও মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন। চট্টগ্রামবাসী ডাঃ শেখ শফিউল আজমের অবদানে ঋণী। দীর্ঘ ৪ যুগের বেশি সময় ধরে ডাঃ শেখ শফিউল আজম আওয়ামী লীগের কল্যাণে নিজের জীবন বাজি রেখে অসামান্য অবদান রেখেছেন উল্লেখ করে বক্তারা এই ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন কামনা করেন।
+ There are no comments
Add yours