
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
গতকাল (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী।
স্কুল সূত্রে জানা যায়, আজ (বুধবার) রাতে স্কুলের গভর্নিং বডির এক জরুরি সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে অভিযুক্ত আবু সুফিয়ানকে বহিষ্কার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তার বহিষ্কারাদেশ কার্যকর হবে।
সূত্রে আরও জানা যায়, তদন্ত প্রতিবেদনে প্রাথমিক সত্যতা মেলায় অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী শনিবার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া স্কুলে বুলিং, যৌন হয়রানি সংক্রান্ত যে সকল কমিটি রয়েছে সেগুলোকে আরও অ্যাকটিভ করতে বলা হয়।
এ বিষয়ে কেকা রায় চৌধুরী বলেন, স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে এক জরুরি সভায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বুধবার রাত ৯টায় স্কুলে জরুরি সভা হয়। ভিকারুননিসার গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনার, স্কুলের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
ভিকারুননিসার বসুন্ধরা শাখার কয়েকটি সূত্রে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে ওই স্কুলের প্রাথমিক স্তুরের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এরপর তাকে অন্য শাখায় বদলি করা হয়। তার বদলি ঠেকাতে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন শুরু করান আবু সুফিয়ান। এক পর্যায়ে শিক্ষার্থীরা বসুন্ধরা শাখার ইনচার্জ জগদীশ চন্দ্র পালের কক্ষে তালা ঝুলিয়ে দেন। বাধ্য হয়ে তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়।
+ There are no comments
Add yours