
আজ ৮ সেপ্টেম্বর ‘ক্ষমা দিবস’। যুক্তরাষ্ট্র দিবসটি উদযাপন করে থাকে। যেহেতু ক্ষমা করলে মনে শান্তি বাড়ে। একটি সম্পর্ক নষ্ট হতে বেচে যায়। এ জন্য আমরাও দিবসটি পালন করতে পারি।
‘ক্ষমা’ ছোট্ট একটি শব্দ যার বিশেষত্ব ছোট না। ভুলের কারণে আমাদের সম্পর্কগুলো তিক্ত হয়ে ওঠে। তাই ছোট্ট কোনো ভুলের জন্য কারো ওপর রাগ করে থাকা উচিত হয়। বরং তাকে ক্ষমা করে দিন। দেখবেন সবকিছু সহজ হয়ে যাবে। একজন মানুষের মহৎ গুণ হলো ক্ষমা করে দেওয়া। পৃথিবীর সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা এই ক্ষমা।
কোনো দেশের উচ্চ আদালত অপরাধীকে ক্ষমা করার মানে হলো তাকে অপরাধের শাস্তি থেকে মুক্তি দেওয়া। আর এখান থেকেই মূলত ক্ষমা দিবসের উৎপত্তি। ১৯৭৪ সালের ৮ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড আরেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ক্ষমা করে দিয়েছিলেন। যেই ক্ষমাকে অত্যন্ত বিতর্কিত হিসেবে উল্লেখ করা হয়েছিল। কারণ নিক্সন মার্কিন ইতিহাসের কলঙ্কজনক ঘটনা ওয়াটারগেটের সঙ্গে জড়িত ছিলেন।
+ There are no comments
Add yours