খাগড়াছড়ি পৌরসভার মেয়র পদে বাবু নির্মলেন্দু চৌধুরী নির্বাচিত

Estimated read time 0 min read
Ad1

রানা মোল্লা, খাগড়াছড়ি

শনিবার ১৬ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগের মনোনীত নির্মলেন্দু চৌধুরী নৌকা প্রতিক । এই প্রথম ইভিএম এর মাধ্যমে খাগড়াছড়ি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো এই স্লোগান দিতে দিতে ভোট কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি বাবু নির্মলেন্দু চৌধুরী।

প্রতিটি কেন্দ্রে আনন্দ মুখর পরিবেশে ভোট প্রদান করেন পছন্দের প্রার্থীকে। নির্বাচনের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দেখা গেছে ভোটারদের ভিড়।

সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন বলে বরাবর আত্ববিশ্বাসের সাথে বলে এসেছিলেন মেয়র নির্মলেন্দু চৌধুরী ।জনগনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুষ্ঠু নির্বাচনের। অবশেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয় লাভ করেন তিনি। নিকটতম স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র আলহাজ্ব রফিকুল আলম কে ২৮৩ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন পৌর মেয়র বাবু নির্মলেন্দু চৌধুরী।

খাগড়াছড়ি পৌরসভায় মোট ভোট ৩৭ হাজার ৮৭ ভোট, তার মধ্য থেকে ভোট সংগ্রহ হয়েছে ২২ হাজার ৩৪৮, অবৈধ ও বাতিলকৃত ভোটের সংখ্যা মোট ৭৫, মোট বৈধ ভোটের সংখ্যা ২২২৭৩।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে
৯হাজার ৩২ভোট পেয়ে নির্মলেন্দু চৌধুরী (নৌকা) প্রতীক এগিয়ে রয়েছে।

নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী রফিকুল আলম (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন ৮হাজার ৭৪৯ভোট।
মোঃ ইব্রাহীম খলিল (ধানের শীষ) প্রতীক ৪ হাজার ৩০৮ পেয়েছেন।

ফিরোজ আহম্মদ (লাঙ্গল) প্রতীক ১৮৪ ভোট পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours