দুই শিশুকে বাঁচাতে গিয়ে জাপানে নদীতে ডুবে বাংলাদেশির মৃত্যু

জাপানে নদীতে ডুবে খাইরুল কবির (৩৮) নামে বাংলাদেশি এক ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সহকর্মীর দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে তিনি নদীতে ডুবে যান।

রোববার (১০ সেপ্টেম্বর) ইয়ামানাশি প্রিফেকচারের নানবু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য মতে, খাইরুল ১৯ জনের একটি দলের সঙ্গে সপরিবারে ফুকুশি নদীতে ঘুরতে যান।

ওই দলে তার সহকর্মীরাও ছিলেন। বেলা ১১টার দিকে ১১ ও ১২ বছর বয়সী দুই শিশু নদীতে পড়ে যায়। তাদের উদ্ধার করতে নদীতে নেমে পড়েন খাইরুল।

সূত্র জানায়, খাইরুল যখন নদীতে নামেন তখন তার স্ত্রী-সন্তানরা তীরে দাঁড়িয়ে ছিলেন। তাদের চোখের সামনের নদীর গভীরে তলিয়ে যান খাইরুল।

Leave a Reply

Your email address will not be published.