ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সাজা শেষ হওয়ার দুইদিন আগেই ইহকালের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন অরবিন্দু চন্দ্র ওরফে বিন্দু মিস্ত্রি (৬৫) নামের এক বয়োঃবৃদ্ধ।
জানা গেছে, গত ২১ ডিসেম্বর রাজারহাট উপজেলার হিন্দু পাড়া গ্রামের স্বর্গীয় কৈশাল চন্দ্রের পুত্র বিন্দু মিস্ত্রি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নেশাগ্রস্থ অবস্থায় শান্তি বিনষ্টের অপরাধে দোষী সাব্যস্থ হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে। ষাটোর্ধ এই বৃদ্ধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের সাজা নিয়ে জনমনে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।
কুড়িগ্রাম কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, রোববার অরবিন্দু নামে এক কয়েদীর বুকে ব্যথা উঠলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সে মারা যায়। তার সাজা শেষ হওয়ার আর মাত্র ২দিন বাকি ছিল।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পুলক কুমার সরকার জানান, হাসপাতালে ভর্তি করার পরপরই অরবিন্দু মারা গেছে।
+ There are no comments
Add yours