চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল মিয়া ও মো. ইউনুছ। তাদের মধ্যে রুবেল কাভার্ডভ্যানের চালক এবং ইউনুছ তার সহকারী। রায় ঘোষণার সময় দুজনেই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।
২০২০ সালের ১১ ডিসেম্বর কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় ওই কাভার্ডভ্যানের চালক এবং সহকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, মামলাটির বিচারিক পর্যায়ে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ (বুধবার) রায় ঘোষণা করেন আদালত।
+ There are no comments
Add yours