মোঃ জয়নাল আবেদীন সীতাকুণ্ড:
চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ফিরোজ হোসেন মোল্লা’কে প্রত্যাহার করা হয়েছে।সম্প্রতি সীতাকুণ্ড উপজেলায় চুরি ডাকাতি বেড়ে যাওয়ার কারণে ব্যর্থতার কারণেই ওসি ফিরোজ হোসেন মোল্লা’কে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।এছাড়া সীতাকুণ্ড মডেল থানার পুলিশের কর্মকতা কর্তৃক ব্যবসায়ীর টাকা লুটের ঘটনায় জনমনে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে সন্দেহ পোষণ দেখা দিয়েছে।৬ মাসের মাথায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যদের দ্বারা দুটি লুটের ঘটনায় সীতাকুণ্ডে ব্যাপক সাড়া ফেলেছে।
ওসি ফিরোজ হোসেন মোল্লা’কে বদলী করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।গত বছরের জুন মাসে তিনি সীতাকুণ্ড মডেল থানায় যোগদান করেন।তার স্থলে বাঁশখালী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ যোগদান করেন।
সীতাকুণ্ড মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, ব্যবসায়ীর টাকা লুটের ঘটনা ও সাম্প্রতিক সময়ে ডাকাতি ডাকাতি সহ অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় প্রত্যাহারের মূল বিষয়। তবে এটি একটি পুলিশের বদলীর অংশ।
+ There are no comments
Add yours