জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ (১৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব। এর আগে ওই আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে রোববার রাতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম আনারুল ইসলাম। তিনি সদর উপজেলার চকশ্যাম এলাকার ওহাব আলীর ছেলে।
র্যাব জানায়, ২০২১ সালের সালের ৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুরমোড় একটি বাসের কাউন্টার এলাকায় আনারুল ইসলামকে আটক করা হয়। তার কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর জয়পুরহাট আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন আসামির যাবজ্জীবন সাজা দেন।
একই সঙ্গে আসামির ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। রায় ঘোষণার সময় তাকে পলাতক দেখানো হয়েছিল।
+ There are no comments
Add yours