স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠার দীর্ঘ ৬২ বছর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে।
আজ (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরের রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর পর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও শিক্ষানুরাগী মোঃ তালেব আলী। সভাপতি নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ে নানাবিধ উন্নয়নমূলক কাজ সম্পাদন করে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের দেশ প্রেমে উদ্ভুদ্ধকরন ও জাতির পিতার স্মৃতি অক্ষুণ্ণ রাখতে স্বাধীনতার ৫১ বছর পর বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করলেন মোঃ তালেব আলী।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রযুক্তির অগ্রগতি ঘটাতে সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু করেছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অবিভাবকদের প্রতি আহ্বান জানান।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তালেব আলী বলেন, ৮ম শ্রেণীতে বিগত সময়ে কোচিং করার জন্য বাধ্যতামূলকভাবে টাকা নেওয়া হত। এছাড়া বাধ্যতামূলকভাবে অতিরিক্ত দামে খাতা বিক্রি করা হত। আমি সভাপতি নির্বাচিত হওয়ার পর এইসব কর্মকান্ড বন্ধ করেছি। আমাদের ৪০০০ হাজার ছাত্রছাত্রীদের মধ্যে ৭০০ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ালেখা করার ব্যবস্থা করে দিয়েছি। এছাড়া তিনি ২০১৭ সালে উদ্বোধন করে যাওয়া বিদ্যালয়ের ভবন প্রকল্প বাস্তবায়নের জন্য সাংসদ নোমান আল মাহমুদকে অনুরোধ জানান।
বিদ্যালয়ের (এডহক কমিটি) সভাপতি মো. তালেব আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মো. আবু ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেবুন নিছা খানম, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি, মনির আহমদ মনি, মাহবুবুল আলম, মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন সাকু, জোবাইদা খাতুন, সুভাষ চন্দ্রনাথ, জাহিদুল আলম জাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours