জামালপুরে জনগণের সহায়তায় সরকারি চাল জব্দ

Estimated read time 0 min read
Ad1

জামালপুরে ব্যাটারী চালিত অটোরিকশা থেকে সরকারের বিভিন্ন কর্মসূচির ১২ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌর শহরের বেলটিয়া এলাকায় রাস্তা থেকে অটোরিকশাসহ চাল আটক করে স্থানীয় জনতা।

পরে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জানা যায় , সরকারি কর্মসূচির উপকারভোগীরা চাল পেয়ে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট তা বিক্রি করে দেয় এবং খুচরা ব্যাবসায়ীরা এসব চাল মজুত করে রাখেন। পরে সুযোগ বুঝে এসব চাল বিভিন্ন রাইস মিল মালিকের কাছে বিক্রি করেন তারা।

তারা আরও জানায়, সরকারি এসব বরাদ্দের চাল সরকারি বস্তাসহ পরিবহন করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে অটোরিকশা চালককে জিজ্ঞাসা করলে সে সঠিক কোন তথ্য দিতে পারে না। এসময় উপজেলা প্রশাসনের দারস্থ হন স্থানীয়রা। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান জানান, স্থানীয়রা কালোবাজারে বিক্রি করা সরকারি বরাদ্দের চাল উপজেলা পরিষদে নিয়ে এলে ১২ বস্তা চাল জব্দ করা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৩৬০ কেজি চাল রয়েছে। তিনি আরও জানান বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours