ঈদগাঁও নবম থানা হিসেবে উদ্বোধন হচ্ছে বুধবার

Estimated read time 1 min read
Ad1

মিলটন ওয়াদাদার কক্সবাজার সদর

কক্সবাজার জেলার ঈদগাঁও নামের সরকার ঘোষিত নতুন নবম থানা হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বুধবার ২০জানুয়ারী সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করবেন।
প্রাপ্ত তথ্যমতে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রানালয়ে ভৌগোলিক অবস্থান,দুরত্ব এবং জনসংখ্যার দিক লক্ষ্য রেখে প্রশাসনিক সেবা ও নিরাপত্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ৫টি ইউনিয়ন নিয়ে ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন নিয়ে ঈদগাঁও নামের নতুন থানা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
২০১৯সালে ১৯অক্টোবর প্রশাসনিক পূন্যবিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (নিকার)এর সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গেজেট প্রকাশ করে ঈদগাঁও গঠন করা হয়। ঈদগাঁও পুলিশি থানা স্থাপনের মাধ্যমে ঈদগাঁও একটি উপজেলা হিসেবে আত্মপ্রকাশে আরো এক ধাপ এগিয়ে গেল।
কক্সবাজার-চট্টগ্ৰাম মহাসড়কের পাশে ইসলামাবাদ ইউনিয়নের তুলাতুলীতে অবস্থিত বর্তমান তদন্ত কেন্দ্রকে থানায়‌ রুপান্তরিত করা হবে। নবগঠিত ঈদগাঁও থানা হবে দেশের ৬৫১তম থানা। ঈদগাঁও থানা রূপান্তরের মাধ্যমে কক্সবাজার জেলায় থানা সংখ্যা হবে মোট ৯টি।পূরাতন তদন্ত কেন্দ্রকে থানা হিসেবে উদ্বোধনের জন্য বনাঢ্য সাজে সজ্জিত করা হচ্ছে।
বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার-৩, আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, আইজিপি ড.বেনজির আহমদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বি পি এম (বার) কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পি পি এম, প্রমূখ উপস্থিত থাকবেন।
ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি,আজ মঙ্গলবার ১৯জানুয়ারী ২দিনের সফরে কক্সবাজার এসেছেন।
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours