তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দিনের ব্যবধানে ফের সংঘর্ষে জড়াল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষ।
আজ (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা ২০ মিনিট) উভয়পক্ষ নিজ নিজ হলে অবস্থান করে ইটপাটকেল নিক্ষেপ করছে।
জানা গেছে, সংঘর্ষে লিপ্ত পক্ষ সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। এদের মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ও সিক্সটি নাইন চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। এর মধ্যে সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছেন।
এর আগে গতকাল (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। এতে অন্তত ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হন।
+ There are no comments
Add yours