
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. বাবু (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. বাবুকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী ইমরান বলেন, রাতে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন বাবু নামে ওই হাজতি। কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কি মামলায় কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার বাবার নাম মান্নান খান। তার হাজতি নং ২১৬৬০/২।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
+ There are no comments
Add yours