মোহাম্মদ আনোয়ার আজম (চট্টগ্রাম) : রাউজানে উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী জশনে জুলুছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) গতকাল ২৫শে সেপ্টেম্বর সোমবার উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে খতমে কোরআন খতমে গাউছিয়া খতমে খাজেগানের মাধ্যমে শুরু হয়েছে।
সোমবার (২৫শে সেপ্টেম্বর) বিকেল ৩টা হতে খতমে বোখারী শরীফ শুরু হয় এবং বাদে মাগরিব মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
মাহফিলে তকরির করেছেন চট্টগ্রাম ইমাম আজম (রহঃ) রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর, কুষ্টিয়া দৌলতপুর রহমানিয়া দরবার শরীফের প্রতিষ্টাতা হাফেজ মাওলানা মোহাম্মদ মোখলেছুর রহমান (বাঙালি হুজুর)।
মঞ্চে উপস্থিত ছিলেন মাহফিল উদযাপন পরিষদের আহবায়ক নুরুল আবচার ও সচিব হোসাইন আল ওচমান বাবর মাহফিল শেষে মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে ১ম দিনের অধিবেশনের সমাপ্তি ঘোষনা করা হয়।
২য় দিন ২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার মাহফিলে তকরির করবেন ঢাকা গাউসুল আজম জামে মসজিদের খতিব, মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শায়খ আল্লামা হাসান আল আযহারী, ঢাকা জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদর খতিব, মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা মাসুদ আলম রেজভী।
+ There are no comments
Add yours