নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মা শাহনাজ বেগম (৪০) ও পরে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ মেয়ে মাইশার (৮) মৃত্যু হয়। এছাড়া আগুনে মাইশার নানি ইয়াতুন বেগম (৭০) দগ্ধ হন।
গতকাল (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মাইশার মৃত্যু হয়।
দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে শাহনাজ বেগম মাটির চুলায় রান্না করছিলেন। তারা এক ঘরেই রান্না ও রাত্রিযাপন করতেন। অসাবধানতা বশত চুলা থেকে হঠাৎ করেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। ওই আগুনে পুড়ে ঘটনাস্থলেই শাহনাজ বেগমের মৃত্যু হয়।
+ There are no comments
Add yours