মিলটন ওয়াদাদার কক্সবাজার
র্যাব-১৫এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার ১৯জানুয়ারী ৭টা৫মিনিটের দিকে টেকনাফ র্যাব-১৫,এক অভিজান চালিয়ে ১৯হাজার ৯৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২রোহিঙ্গা ইয়াবাকারবারীকে আটক করেছে।
আটককৃত ইয়াবাকারবারী উখিয়া বালুখালীর ৮নম্বর ক্যাম্পের ৭৪নম্বর ব্লকের মৃত মো: জলিলের পুত্র মুজিবুর রহমান (১৯) এবং মৃত ওয়াদুল হোসেনের পুত্র মোঃ তৈয়ব (২১)।
টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বরইতলী গ্ৰামের বায়তুল রহমান জামে মসজিদের সামনে রাস্তার উপর থাকাবস্থায়,র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় র্যাব-১৫,এর সদস্যরা তাদেরকে আটক করে। স্বীকারোক্তি মতে, তাদের দেহ তল্লাশি করে র্যাব সদস্যরা১৯হাজার৯৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারী২জনকে টেকনাফ মডেল থানায় আইনীপ্রক্রিয়ার জন্য উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটসহ সোপর্দ করা হয়েছে।
ধৃত ইয়াবাকারবারী মজিবুর রহমান ও মোঃ তৈয়বকে আসামি করে ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (৩১)১সারনীর ১০(গ) ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।
+ There are no comments
Add yours