মোহাম্মদ আনোয়ার আজম : রাউজানের উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী আজ শেষ হয়। ৩য় দিনের মাহফিলে বক্তারা বলেন, আল্লাহর দেওয়া বিধান কোরআন এবং নবীর সুন্নাহ মতে আমাদের জীবন পরিচালিত করতে পারি তাহলে দুনিয়া এবং পরকালে আল্লাহর দেওয়া শান্তি আমরা অবশ্যই আশা করতে পারি।
৩য় দিনে মাহফিলের ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ্ব নুরুল আবছার মিয়া, তকরির করবেন রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের মহাসচিব, রাঙামাটি বনরূপা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন আল কাদেরী, নানুপুর মাজহারুল উলুম মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী, কাদেরীয়া তৈয়াবিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক, ঢাকা মোহাম্মদপুর মসজিদে বেলাল (রাঃ) জেনেভা ক্যাম্পের খতিব হযরতুহাজ্ব মাওলানা নাজমুস সায়াদাত ফয়েজী, ছিপাতলী গাউছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা শফিউল আজম নেজামী অধ্যক্ষ মৌলানা হাছান রেজা মাহফিলের ২য় অধিবেশনে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন জামেয়ার সাবেক অধ্যক্ষ মৌলানা অছিয়র রহমান আল কাদেরী।
মঞ্চে উপস্থিত ছিলেন বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ শফিউল আজম জনতা সংঘের সাবেক সভাপতি এস এম শফিউল আজম আবুল কালাম মেম্বার নূরুল আমিন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক শফিউল আলম মোহাম্মদ আনোয়ার আজম আলী আকবর জনতা সংঘের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহজাহান আলম মাষ্টার নুরনবী মহিউদ্দিন ইমন সাবেক সম্পাদক আব্দুল করিম বর্তমান সম্পাদক সাইফুদ্দিন সাইফ আরিফুল ইসলাম প্রমূখ।মাহফিল পরিচালনা করেন যুগ্ন সচিব মোহাম্মদ ইউসুফ আলী।
উক্ত তিন দিনের মাহফিলে ৩৬ টি গরু ও ১৩৭ টি ছাগল এলাকার মানুষ হাদিয়ে প্রদান করেন। পরিশেষে অর্থ সচিব আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন যাতে দেখা যায় প্রায় সাতাশ লক্ষ টাকা খরচ হয়।
উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল আবচার ও সচিব হোসাইন আল ওচমান বাবর’র সমাপনী বক্তব্যের মাধ্যমে তিন দিন ব্যাপি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ২০২৩ ইং সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাতের পরে উপস্থিত হাজার হাজার মানুষের মাঝে তবারুক বিতরণ করা হয়।
+ There are no comments
Add yours