সাংবাদিক ফরিদের স্থায়ী জামিন অস্ত্র‌ ও মাদকের মামলায়

Estimated read time 0 min read
Ad1

মিলটন ওয়াদাদার কক্সবাজার

টেকনাফের সাবেক ওসি মেজর (অব) সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত প্রদীপ কুমার দাসের সাজানো অস্ত্র ও মাদকের মামলায় বুধবার ২০জানুয়ারী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী জামিন পেয়েছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।
দৈনিক জনতারবানী এবং কক্সবাজার বানীর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান, ওসি প্রদীপ ও তার লালিত মাদক ব্যবসায়ীদের সাজানো একে একে ৬ মামলায় টানা ১১মাস ৫দিন জেলে ছিলেন। ক্রমান্বয়ে সব মামলায় জামিন নিয়ে গতবছরের ২৭ আগস্ট তিনি কারামুক্ত হন।
জেলা দায়রা জজ মোঃ ইসমাইলের আদালত সাংবাদিক ফরিদুলকে ২মামলায় স্থায়ী জামিন দেওয়া হয়লে তাৎক্ষণিকভাবে সাংবাদিক ফরিদুল মোস্তফা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। কারানির্যাতিত এই সাংবাদিকের পক্ষে শুনানিতে ডজন খানেক আইনজীবী অংশগ্রহণ করেন।
গনমাধ্যমকে তিনি জানান,সত্য ও বস্তুনিস্ট লেখালেখির কারণে টেকনাফের তৎকালীন ও ওসি প্রদীপ ও তার লালিত মাদক ব্যবসায়ীদের সাজানো অস্ত্র ও মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন।এরই মাধ্যমে সত্য ঘটনা উন্মোচিত হতে চলেছে।‌
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours