সাতক্ষীরার তালায় দুই ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তালা ও খুলনার ডুমুরিয়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ (২৯ সেপ্টেম্বর) দুপুরে আটক চারজনসহ ছয়জনের বিরুদ্ধে ডুমুরিয়া উপজেলার গোণালী গ্রামের অজিত বিশ্বাসের ছেলে শিবপদ বিশ্বাস বাদী হয়ে মামলা করেন। এই মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন (৩৬), উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখ (৩৩), খলিলনগর ইউনিয়নের নাসির তালুকদারের ছেলে রিয়াজ তালুকদার (২৮) ও লেকয়াত মোলঙ্গীর ছেলে রাহুল মোলঙ্গী (৩০)।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দুইজনকে আটক করে মুক্তিপণ দাবি করছিলেন। কয়েক দফায় ১৯ হাজার ৫০০ টাকা মুক্তিপণ গ্রহণ করেছে। তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে চার ব্যক্তিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে পাঠানো হয়েছে।
+ There are no comments
Add yours