বর্ণাঢ্য আয়োজনে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া’র ১৫ তম বর্ষপূর্তি পালিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল সৈকত মিলনায়তনে সংগঠনের সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ’র সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুল হক’র সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে তাজকিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ ইবনে আলম ও ফয়েজুল ইসলাম এর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি হয়। সভার সূচনায় কুরআন তেলওয়াত করেন তাজকিয়া সদস্য হাফেজ জুনায়েত হাসান, নাতে রাসুল (স.) পরিবেশন করেন কামরুল হাসান রোহান, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মো. সাফিনুর কাউসার নিহাল ও স্বাগত বক্তব্য রাখেন তাজকিয়ার কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন অতিথিবৃন্দ। আরও বক্তব্য রাখেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টর সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর, তাজকিয়ার উপদেষ্টা প্রকৌশলী আবু নাসের নুর, এইচ এম রাশেদ খান, আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নুর হোসাইন, উদ্দীপনামূলক বক্তব্য রাখেন চবি আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক সোহান মিয়া, আইআইইউসি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের সহকারী প্রভাষক মোহাম্মদ আনিসুল ইসলামসহ অনুষ্ঠানে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক, সংগঠক, সমাজসেবক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির নেতৃবৃন্দ, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট কর্মকর্তা বৃন্দ ও ট্রাস্ট নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান-মাইজভাণ্ডারী একাডেমী, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তাজকিয়ার আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয় এবং রম্য বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি।
+ There are no comments
Add yours