নাদিয়া হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

Estimated read time 0 min read
Ad1

সন্দ্বীপ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও রহমতপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নাদিয়া হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী আবুল বশার (৪৭)কে ৪ অক্টোবর ২০২৩ বুধবার বেলা ১২ টায় গ্রেফতার করে সন্দ্বীপ থানার এ এসআই মোঃ মোশারফ হোসেন ও এএসআই আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ। আসামী আবুল বশর রহমতপুর ৮ ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।

গত ২৮ আগষ্ট চট্টগ্রাম জেলা ট্রাইবু্নাল স্কুল ছাত্রী নাদিয়া হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাদান ২০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ড প্রাদন করে।

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন।এর মধ্যে তখন তিন আসামি আদালতে উপস্থিত ছিল তাদের কে কারাগারে প্রেরণ করা হয়, কারাগারের বাহিরের ছিল আবুল বশার ও সুমন। এর মধ্যে আবুল বশার গ্রেফতার হলো, এখন কারাগারের বাহিরে রয়েছে মোঃ সুমন।সূত্র জানায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর পুলিশ ভোক্তভোগী ছাত্রীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়।

মামলার এজহারে বলা হয়, ১৩ সেপ্টেম্বর স্কুলে গিয়ে ফিরে না আসায় ভোক্তভোগী ছাত্রীর খোঁজ করা হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরদিন এলাকার একটি ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। এরই ধারাবাহিকতায় পুলিশ লাশ উদ্ধার করেন। সূত্র আরো জানায়, ২০১৬ সালের ৬ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। পরের বছরের ২১ আগস্ট তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

সন্দ্বীপ থানার এএসআই মোশারফ হোসেন বলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামীগন কে দীর্ঘদিন পুলিশ খুজতে থাকে এবং গতকাল তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours