বাবাকে হত্যা করতে সন্ত্রাসী ভাড়া করলেন ছেলে

Estimated read time 1 min read
Ad1

নিজের জমি বিক্রি করতে চাওয়ায় বাবার ওপর ক্ষিপ্ত হন ছেলে। সেই ক্ষোভ থেকেই বাবাকে ঘুমন্ত অবস্থায়  হত্যার চেষ্টা চালান। সেইবার প্রাণে বেঁচে যান বাবা। কিন্তু থেমে থাকেননি ছেলে। আবারও হত্যার পরিকল্পনা করেন।

বাবাকে হত্যা করতে ভাড়া করেন একদল সন্ত্রাসী। কিন্তু এবারের পরিকল্পনাও ভেস্তে দিল পুলিশ। হত্যার পরিকল্পনা তো সফল হলোই না, উল্টো গ্রেপ্তার হয়ে ছেলেকে যেতে হলো কারাগারে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এমন ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার  পৌর মার্কেট এলাকা থেকে ছেলে উজ্জল দাস (৩২) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই কালাচাঁদ বিশ্বাস বাদী হয়ে মামলা করেন। পরে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত উজ্জল দাস কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের ব্যবসায়ী বিমল দাসের (৬০)  একমাত্র ছেলে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- উজ্জ্বল দাসের সহকারী কোটালীপাড়া পৌর এলাকার পশ্চিম কয়খা গ্রামের রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার (২৭), একই গ্রামের নিখিল দাসের ছেলে সুজন দাস (২৫) ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২৪)।

ব্যবসায়ী বিমল দাস বলেন, গত মাসের ১৮ তারিখ রাতে কিছু সন্ত্রাসী আমার ওপর হামলা করেছিল। এ ঘটনায় আমি তিন দিন খুলনা সিটি হাসপাতালে ভর্তি ছিলাম। তবে কারা আমার ওপর হামলা চালিয়েছিল তা আমার জানা নেই। এ ব্যাপারে আমার ভাই কালা চাঁদ দাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ তদন্ত করে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে বলে আমি শুনেছি।

কোটালীপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ব্যবসায়ী বিমল দাসকে হত্যাচেষ্টার ঘটনায় ১১ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা ইতোমধ্যে এই মামলার প্রধান আসামি উজ্জল দাসসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours